রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে অফিসে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।ওই যুবকের নাম জজ মিয়া (২২)।
সে নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। জজ মিয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল।জানা যায়,
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয়ে নতুন সাইনবোর্ড টানাতে দোতলার বেলকনীতে উঠেন জজ মিয়া।এসময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে। মারাত্মক আহতবস্থায় জজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও খবর: যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন
Leave a Reply