নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মম হত্যাকান্ডের
প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে তুহিন হত্যাকান্ডের ঘটনাস্থলে মানবন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সকল ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হবে।
গণমাধ্যমে স্বাধীন মুক্ত চর্চার সুযোগ রাষ্ট্রীয় ভাবে দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন গাজীপুর চৌরাস্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যস্থতম এলাকা গুলোতে চোর, ছিনতাইকারী, প্রতারক চক্রের আবাসস্থল হয়ে গেছে এরা মানুষকে সর্বশান্ত করে আহত নিহতের ঘটনা ঘটাচ্ছে এদের নির্মূল করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার, ক্রাইমপেট্রোল বিডি। মোছাঃ নাছিমা আক্তার রেনু, গাজীপুর মহানগর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আকরামুল ইসলাম, আমির, মোঃ জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন শেষে চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে শেষ হয়।
বিএমইউজে'র মানববন্ধনের সাভার সভাপতি সোহেল আহমেদ বলেন সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন যেহেতু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে চেয়েছেন তাই আগামী ৩ মাসের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.