রাশেদুল ইসলাম রনি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী,
সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,
সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর । তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আর কত সাংবাদিকের প্রাণ গেলে সরকারের বোধোদয় হবে, সরকারের মন গলবে। সাংবাদিককে হত্যা করা হয় কিন্তু প্রশাসন, সরকারকে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না।যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে তার একটারও সঠিক বিচার হয়নি।
ফলে বাংলাদেশের গণমাধ্যম আজ চরম হুমকির মুখে। তাই সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার কাজ নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।একই সঙ্গে তারা সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও খবরটুঙ্গিপাড়ায় সাপ্লাই পানি বন্ধ, চরম ভোগান্তিতে জনসাধারণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.