
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে
নেশার ইনজেকশনসহ ০১ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ৮ জুলাই বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী করে মোছাঃ শান্তা আক্তার(২১) নামে এক মাদক সম্রাজ্ঞীকে ৯৯০ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শান্ত আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে মিলন হোসেনের স্ত্রী।আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আরও পড়ুন নালিতাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-কেক তৈরিতে ফাতেমা বেকারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে
Leave a Reply