তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেক, ডাইকেক, টুস বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে ফাতেমা বেকারির বিরুদ্ধে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ কার্যক্রমে স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
প্রতিদিন এই বেকারি থেকে তৈরি পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভেতরে ময়লা-আবর্জনায় ভরা পরিবেশ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো ব্যবস্থা নেই। শ্রমিকরা খালি হাতে ও পায়ে কাজ করছেন, নেই সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা।
আরও উদ্বেগজনক বিষয় হলো—খাদ্যপণ্যের প্যাকেট বা মোড়কে নেই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা অনুমোদিত কাগজপত্র। যদিও পণ্যের গায়ে বিএসটিআই লোগো ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের কাছে কোনো অনুমোদনপত্র নেই।
বেকারির মালিক রাজু মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার না করে বরং নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, “বাজারে বিক্রি হওয়া রুটি-কেকের বড় অংশ আসে এই বেকারি থেকে। ভেতরের অবস্থা দেখে আমরা আতঙ্কিত। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা করে বেকারির কার্যক্রম বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
আরও পড়ুনঃ চাঁদাবাজির কর্মকাণ্ড লাইভে প্রচার করায় সাংবাদিককে হত্যা, গ্রেফতার-৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.