
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজন শিশু নিখোঁজ থাকলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় “আকাশ বিকাশ”পরিবহনের ওই মিনি বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল।
চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বড় পুকুরে পড়ে যায়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। অফিসার ইনচার্জ বলেন প্রকৃত ঘটনা কি হয়েছিল তা এখনো জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন রাজিবপুরে সাপের কামড়ে মৃত্যুর প্রতিবাদে এন্টিভেনম সংকটে বিক্ষোভ,
Leave a Reply