
নিজস্ব প্রতিনিধি,তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের চরাঞ্চল ঘেরা দুর্গম উপজেলা রাজিবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু ও উপজেলা সদর হাসপাতালে ‘এন্টিভেনম’ না থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা।
এর প্রতিবাদে ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ ২০১১ ও সচেতন নাগরিক সমাজ। এতে সভাপতিত্ব করেন আল আমিন। কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, স্থানীয় প্রতিনিধি আমিনুর রহমানসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ৫ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামের মজনু নামে এক যুবক সাপের কামড়ে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় প্রতিষেধক এন্টিভেনম না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় গোটা এলাকা শোকাহত এবং ক্ষুব্ধ।
বক্তারা আরো বলেন, “আমরা একটি নদীভাঙন ও বন্যা কবলিত এলাকায় বসবাস করি। চরাঞ্চলে সাপের উপদ্রব অত্যন্ত বেশি। কিন্তু এত বড় একটি উপজেলায় যদি সাপের কামড়ের প্রতিষেধক না থাকে, তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম সরবরাহ ও তা নিয়মিতভাবে সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান। তারা বলেন, “আমরা আর কোনো মজনুকে অকালে মরতে দেখতে চাই না। একজন নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে।”
বিক্ষোভ শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, বিষয়টি অবহেলা করলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে। তাই রাজিবপুরবাসী এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
আরও পড়ুনঃ শেরপুরের নালিতাবাড়ীতে সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জনি সাময়িক বরখাস্ত
Leave a Reply