জামালপুর প্রতিনিধিঃ ৭ আগষ্ট বৃহস্পতিবার জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ এর নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) পুলিশ লাইন্স ড্রিল শেডে ১০, ১১ ও ১২ আগস্ট জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৩ আগস্ট লিখিত পরীক্ষা, ৩১ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে একটি প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক ব্রিফিং-এ সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি, সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় ব্রিফিং এ জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জনাব মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.