
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় মঙ্গলবার ৫ আগস্ট বিকালে ঐতিহাসিক বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে বিজয় মিছিল ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে সিএমবি চত্বরে সমাবেশে মিলিত হয়েছে।
মিছিল ও সমাবেশের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়কবৃন্দ ও পৌর বিএনপির সভাপতি,সম্পাদক অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জনস্ফূতি অংশ গ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত।
ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর বিএনপি’র আগামী দিনে সভাপতি প্রার্থী ওসমান গনি কুসুম ও ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে ত্রিশাল পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল সমাবেশে অংশগ্রহণ করে।
আরও পড়ুন কক্সবাজার উখিয়ায় কুতুপালং ক্যাম্পে অস্ত্রসহ এক রোহিঙ্গা নারী আটক.
Leave a Reply