মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং কৃষি মন্ত্রী,সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খাঁন-এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার সদরের মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়া’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"মাহবুব আলী খাঁন" ছিলেন,দেশপ্রেমিক,সৎ,দক্ষ ও সাহসী এক যোদ্ধা। তিনি দেশের সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতো দেশপ্রেমিক রাজনীতিতে বিরল। আগামী প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ তুলে ধরতে হবে,তাহলেই এই জাতি উপকৃত হবে। তিনি আরও বলেন,দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আজ আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্যও কল্যাণ কামনা করছি। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, নন্নী আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান।
পরিশেষে,মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থীসহ সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য,মরহুম মাহবুব আলী খাঁন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বেয়াই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর।
আরও খবরনালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গনসমাবেশ ও মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.