
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কৃতি সন্তান রইসুল ইসলাম গণঅধিকার পরিষদ (জিওপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোঃ সাহেদ আলমকে সাময়িকভাবে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক আবুল হাসান স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক টুঙ্গিপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রইসুল ইসলাম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, রইসুল ইসলাম সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবেন।
আরও পড়ুনঃ জুলাই অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার যাওয়ায় হাসনাত-সাজিসসহ ৫ নেতাকে শোকজ
Leave a Reply