জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে এক রোহিঙ্গা যুবকের কাছ থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
এসময় তাকে আটক করা হয়েছে, সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্টের সামনে দিয়ে নৌকাযোগে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে ৯ মি.মি. পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়,আটককৃত যুবক উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে মো. আমিন (১৮)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বর্তমানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে মাদক, অস্ত্র ও চোরাচালানের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এসব রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, আটক যুবক ও উদ্ধারকৃত গুলি টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
আরও পড়ুনঃ সংস্কার বাস্তবায়নে অনিশ্চয়তা অস্থিতিশীলতা তৈরি করতে পারে- টিআইবি
Leave a Reply