নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুরে সাপে কেটে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামের আবুল হাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে পাট কাটছিলেন মজনু। এ সময় একটি বিষধর সাপ পায়ে কামড় দেয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পর শরীরে অস্বাভাবিক অস্বস্তি অনুভব করলে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুঃখজনকভাবে, সেখানে সাপে কাটার চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। মজনুকে দ্রুত সেখানেও নেওয়া হয়, কিন্তু পথেই বিকেলের দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, সাপে কাটা রোগীর চিকিৎসায় অ্যান্টিভেনম ভ্যাকসিন সবসময় শহরের হাসপাতালেই মজুদ থাকে। অথচ দুর্গম গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বারবার।
তাদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী ওষুধ না থাকাটা চরম অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। তারা দ্রুত উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি, সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও, তাৎক্ষণিকভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এলাকাবাসী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জরুরি ওষুধ মজুদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.