
প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে বক্তব্য প্রদানকালে স্ট্রোক করে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালামের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানায়, মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম।
পরে তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবালও উপস্থিত ছিলেন। তিনি ইসিজি পরীক্ষার পর জানান, আবুল কালাম স্ট্রোক করে মারা গেছেন।
আবুল কালামের বাড়ি লোহাগাড়া উপজেলার তেওয়ারি খিল এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
Leave a Reply