মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় মোল্লাহাট থানার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। শত শত নেতাকর্মী জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ডসহ মিছিলে অংশ নেন।
গণমিছিল শেষে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার এবং পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আব্দুস সবুর, যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মিশকাত হোসেন, আটজুড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ অলিউর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় মাইলফলক। এই দিবস ইসলামী আন্দোলনের জন্য প্রেরণার উৎস। শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়ের পথে অবিচল থাকার সাহস ও শক্তি জোগায়।”
তারা আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে অংশগ্রহণ করবে। আমরা কোরআনের আলোকে দেশ পরিচালনার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।”
সমাবেশে মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.