গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ নানা আয়োজনের মধ্যদিয়া গাইবান্ধায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”।
এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এরআগে জেলার সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ।
দিবসটি পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টিটুল, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক নামজুল হাসান সোহানসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই এর গণঅভ্যুত্থান এবং গাইবান্ধার বীরদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা জানান “জুলাইয়ের সেই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী প্রতিবাদ, যা গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকব। এ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি, নাট্যাংশ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
আরও খবরঃ পলাশবাড়ীতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.