কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে ৫ অগাস্ট ছাত্র -জনতার গনঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আয়োজনে এক বণাঢ্য র্যালী অনুষ্ঠিত।
৫ অগাস্ট বিকেলে কাহারোল আল আজহার ইসলামিক একাডেমি প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল টি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাহারোল আমতলা মোড়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান
আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, জামায়াতের যুব বিভাগের দপ্তর সম্পাদক মোঃ সাব্বির , ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফয়সাল প্রমূখ। অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী (বি এন পি), এন সি পি, ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকেও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply