
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বিশেষ অভিযান চালিয়ে আচার ও অ্যালোভেরার কৌটার ভেতর লুকানো অবস্থায় ৩ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
একইসাথে পার্সেলটির প্রকৃত মালিক মো. বাহা উদ্দিন (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকার সদাগর এক্সপ্রেস লিমিটেড নামের কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাউল বাজারস্থ পারভেজ স্টোর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বাহা উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের চাউল বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে ব্যবসা পরিচালনা করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে রাখা একটি পার্সেল থেকে ৩৮শ পিস ইয়াবা উদ্ধার করি। ওই পার্সেলে বিভিন্ন ধরনের আচার, বাদাম ও ‘অ্যালোভেরা থানাকা’ লেখা দুটি কৌটার ভেতর ইয়াবাগুলো বিশেষ কায়দায় লুকানো ছিল।
তিনি আরও বলেন,পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও পার্সেল বুকিং তথ্য বিশ্লেষণ করে ইয়াবার প্রকৃত মালিক বাহা উদ্দিনকে তার মালিকানাধীন চাউল বাজার এলাকার পারভেজ স্টোর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবরে শ্রদ্ধা নিবেদন
Leave a Reply