নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২ আগস্ট) সকালে এ ঘটনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী। অভিযুক্ত সোহেল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংরা পাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাত ১০টার দিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে বাড়ি থেকে ডেকে নেয় সোহেল। এরপর বিভিন্ন স্থানে ঘোরানোর পর একপর্যায়ে তাকে চর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ভোররাতে মেয়েটিকে একা ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে কান্নাজড়িত অবস্থায় মেয়েটি বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরদিন সকালে তরুণী ও তার পরিবারের সদস্যরা রৌমারী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মেয়েটির পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমরা সোহেলের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনা করেছি। কিন্তু ছেলের পরিবার এতে রাজি হয়নি। আমরা চাই, ভুক্তভোগী পরিবার যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার দাবি জানিয়েছে, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজ করতে সাহস না পায়।
উল্লেখ্য, সামাজিক মূল্যবোধ এবং নারীর নিরাপত্তা রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছে এলাকাবাসী।
আরও খবরঃ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.