রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ'লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য শেক ফরিদ (৪৮) একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৪ আগষ্ট) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের ব্র্যাক রোডে সাধুরপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আ'লীগ নেতা শেক ফরিদ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। জানাগেছে, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ব্র্যাক রোডে সাধুরপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর বাসায় সাধুরপাড়া ৯নং ওয়ার্ড আ'লীগের নেতা কর্মীরা গোপন বৈঠক করছিলো এমন খবরে পুলিশ গিয়ে ওয়ার্ড আ'লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য শেক ফরিদ গ্রেফতার করে। থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয় । বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ সত্যতা নিশ্চিত করে জানান, তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.