নড়াইল প্রতিনিধি
জুলাই আগস্ট “র্মাচ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম । ৪ জুলাই সোমবার দুপুরে নড়াইল জজ র্কোট অঙ্গনে এই র্কমসুচি পালিত হয়। আইনজীবি সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের র্কাযালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ র্কোট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি অ্যাড. ইকবল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব র্মোশদে জাপল প্রমুখ।
এই সমাবেশে বক্তারা বলেন স্বৈরচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এই আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে। অনেকে মজলুম নেতাদেরকে ফাঁসির কস্টে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগকে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে।
হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অনেকে এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
আরও পড়ুনঃ ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি,দুর্ভোগে পথচারীরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.