মনসুর আহাম্মেদঃ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় নির্ধারিত নিয়ম-কানুন উপেক্ষা করে অবৈধভাবে প্রতিবেশীর সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির নকশা এবং পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা ছাড়াই নির্মাণকাজ শুরু করেছেন তিনি। এতে বাঁধা দিতে গেলে আব্দুর রশিদ নামে এক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই প্রভাবশালী ব্যক্তি। শনিবার সকালে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুর রশিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করছেন। কিন্তু নির্মাণাধীন বাড়িটি প্রতিবেশী আব্দুর রশিদের জমির একেবারে সীমানা ঘেঁষে তৈরি হচ্ছে। ভবনের পানি পড়ার নির্দিষ্ট কোন ড্রেনেজ ব্যবস্থা রাখেননি তিনি। বাড়ি নির্মাণের জন্য পৌরসভার অনুমোদিত নকশাও গ্রহণ করা হয়নি।
এ নিয়ে ১ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিবেশী আব্দুর রশিদ নির্মাণকাজে বাঁধা দিলে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, আমি একজন শান্তি প্রিয় মানুষ। কোনো রাজনৈতিক বিবাদে জড়াই না। কিন্তু বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করায় আমার বসতবাড়ির ক্ষতি করবে বলেই আমি প্রতিবাদ করেছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযোগ বিষয়ে রবিউল ইসলাম বলেন, জমির মূল মালিকের সাথে আমার হিসাব নিকাশ রয়েছেন।
পৌরসভার প্রকৌশলী শাহজাহান আলী বলেন, পৌরসভায় বাড়ি করতে হলে অবশ্যই পৌর নিয়মকানুন ও আইন মেনে করতে হবে। কেউ অনুমোদন ছাড়া বাড়ি তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে পৌর কতৃপক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
পীরগঞ্জ অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.