গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল--
গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টায় গ্রেফতার হয়েছে -১ জন। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, আজ ৩ আগষ্ট রবিবার ভোর রাত্রী ২ টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধর্ষক মোঃ শাকিল মিয়া(৩২) কে আটক করে। আটক শাকিল মিয়া ওই গ্রামের মৃত রাজা মিয়া ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২ আগষ্ট শনিবার আনুমানিক বিকেল ৩ টার দিকে অভিযুক্ত ধর্ষক শাকিল একই গ্রামের ৬ বছর বয়সী একটি মেয়ে শিশু কে ধর্ষনের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে তার স্বজনরা ঘটনাস্থলে আসলে শাকিল সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেই দিন রাতে স্থানীয়দের অভিযোগ ও তাদের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাকিল কে গ্রেফতার করে। অভিযুক্ত ধর্ষক শাকিল কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
গাইবান্ধার অস্থায়ী সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। এছাড়াও সেনাবাহিনী কে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.