এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় থানা পুলিশের অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩ জনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার- হালুয়াঘাট সার্কেল এর দিক নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বিল্লাল হোসেন(৩৩), গাজিপুর, জয়নাল (১৯), চারুয়াপাড়া, তৈয়ব সিদ্দিক বিলাসপুর,জয়দেবপুর গাজীপুর।
বৃহস্পতিবার ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় ধোবাউড়া সদর বাজার ব্রীজের পূর্ব পাশে পঞ্চনন্দপুর এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে মাদকসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে, এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই, এধরনের অভিযান অব্যহত থাকবে।
এছাড়াও অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনহরিনাকুন্ডুতে হতদরিদ্র মানুষের এক চায়ের দোকানদারের ঘরবাড়ি দোকানপাট ভেঙ্গে দিল দুই ভাই
Leave a Reply