চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানজীর হাট, হাজী ছমিউদ্দিন শাহ (র.) বাড়ি, ফকির পাড়া, খন্দকার পাড়া থেকে ফেরিঘাট পর্যন্ত কর্ণফুলী নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন করেছে নদীভাঙনকবলিত এলাকার হাজারো মানুষ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট জেলে পাড়া এলাকার নদীতীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরমল জলদাসের সভাপতিত্বে ও মোহাম্মদ জহির মেম্বারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ইলু, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারভেজ, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, বাংলাদেশ অনলাইন প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, সদস্য মোজাম্মেল হক মানিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, রেদুয়ান, মোহাম্মদ নাছির, মোহাম্মদ ছবুর, রাজিউল করিম, আব্দুল মান্নান, মোহাম্মদ হাছান নূর, আলতাফ আলী, রাসেল, হারুন, সন্তোষ জলদাস, প্রভুল্ল জলদাস, শিশু জলদাস, লিটন জলদাস, সিধিম জলদাস, বাপ্পী জলদাস, উজ্জ্বল জলদাস প্রমুখ।
বক্তারা বলেন, “আওয়ামী লীগের শাসনামলে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের কারণে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নদীতীরবর্তী এলাকায় রয়েছে পাঁচ শত বছরের পুরোনো দুইটি আউলিয়ার মাজার, স্কুল-মাদ্রাসা ও মসজিদ—যা এখন বিলীন হবার পথে।”
তারা আরও অভিযোগ করেন, “সরকার পতনের পরও কিছু অসাধু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কর্ণফুলী নদী থেকে এখনো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হযরত হাফেজ ছমিউদ্দিন শাহ (র.) ও হযরত অলী শাহ (র.)-এর মাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”
এলাকাবাসীর অভিযোগ, “নদীভাঙন রোধে সরকারি অর্থ বরাদ্দ হলেও আওয়ামী ঘরানার ঠিকাদাররা বৈষম্য ও অবহেলার মাধ্যমে অল্প কিছু পাথর বসিয়ে কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে গেছে।”
অবিলম্বে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.