বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নেতারা ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায় নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৩০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আগত মফস্বল সাংবাদিক নেতৃবৃন্দ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা অংশ নেন।
সভাপতির কণ্ঠে অভিভাবকসুলভ দৃঢ়তা,,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, “এই সংগঠনকে সন্তানের মতো লালন করেছি। আমাদের সংগ্রাম চলমান থাকবে—সাংবাদিকদের পাশে থেকে আমরা অর্থনৈতিক, সামাজিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও ১৪ দফা দাবি,,বক্তারা বলেন, “বিএমএসএফ হচ্ছে বাংলাদেশের একমাত্র ট্রাস্টি বোর্ডভিত্তিক সাংবাদিক সংগঠন, যা আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আসছে।” তারা সরকারের প্রতি সাংবাদিক তালিকা প্রণয়ন, নিয়োগ ও বেতন কাঠামো বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
ভবিষ্যৎ লক্ষ্য: সাংবাদিকদের জন্য কাঠামোগত সুরক্ষা,,নির্যাতিত সাংবাদিকদের জন্য জরুরি তহবিল ও আইনি সহায়তা,,সাংবাদিক সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচি,,৮ বিভাগে সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন,,স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাস্তবায়ন,,দেশে-বিদেশে সাংবাদিক অধিকারে সোচ্চার ভূমিকা
সংহতির প্রতীক হয়ে উঠেছে বিএমএসএফ
,অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বিএমএসএফের নিজস্ব থিম সংগীত পরিবেশন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খান, রফিকুল ইসলাম, আমির হোসেন, মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা, সম্পাদক মিজানুর রহমান মোল্লা, মোফাজ্জল হোসেন, ড. তাওহীদ হাসান, শাহাদাত হোসেন শাওন, ইসহাক চৌধুরী, সাংবাদিক এস এস রুশদীসহ অর্ধশতাধিক প্রতিনিধি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আল মাসুম খান, সমন্বয়ক, মিডিয়া ও প্রচার উপ-কমিটি। প্রান্তিক সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ আজ কেবল সংগঠন নয়, এক বাস্তব আন্দোলনের নাম। ১৪ দফা বাস্তবায়ন এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি এখন সময়ের জোরালো দাবি হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ জেলা প্রশাসকের সু দৃষ্টি কামনা রায়পাড়ার পঙ্গু শুকুর আলীর আজ চরম দুর্দিন
Leave a Reply