রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি-২) অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় সোহাগ মিয়া (৪০), এবং মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে মুরাদ (৩৫)।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
মাদক রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ কালিহাতিতে গৃহবধূর যৌতুক ও নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.