নড়াইল প্রতিনিধিঃ নটরডেম কলেজের কৃতি শিক্ষার্থী ধ্রোবজ্যোতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি নড়াইলের কমলাপুর গ্রামে। মামাবাড়ি নড়াইল শহরে।
ধ্রুবজ্যোতি বোস (ঐতিহ্য) , যিনি বর্তমানে নটরডেম কলেজ, ঢাকার বাণিজ্য বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত। রোল: ৬২৬৬১১১৯।
তিনি ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ ৩১ জুলাই ২০২৫, আনুমানিক সকাল ৬টা ৫০ মিনিটে, তিনি প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে রওনা হন। যাত্রার সময় তিনি একটি যাত্রীবাহী লেগুনায় ওঠেন।
স্টেশনের নিচে পৌঁছানোর পর চলন্ত লেগুনাটি হঠাৎ থেমে থাকা অপর একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ধ্রুবজ্যোতির লেগুনাটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়ে, এবং তিনি মারাত্মকভাবে আহত হয়।
দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে রক্তপাত হয়। আশেপাশের পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে একটি রিকশায় করে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয় এবং তাঁর মাথায় ২০টি সেলাই দিতে হয়। সংবাদ পেয়ে তাঁর অভিভাবকেরা দ্রুত হাসপাতালে উপস্থিত হন।
ধ্রুবজ্যোতির দিদা নড়াইল শহরের সমাজসেবক ছায়া রানী বোস জানান এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে, যেসব চালক শহরে যাত্রী পরিবহন করেন, তাদের লাইসেন্স ও দক্ষতা কতটুকু যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে, যথাযথ তদন্ত ও শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয় নিজেও নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই ঘটনায় বিশেষ নজর দেন এবং একজন তরুণ শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সহায়তা করেন।
আরও পড়ুন সৈয়দপুরে স্বে”ছাসেবকলীগ নেতার কাছে রেলওয়ের জায়গা বিক্রি করলেন কানুনগো
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.