নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামে বিষাক্ত খৈয়া গোখরার ছোবলে সাপুড়ের মৃত্যু, কাঁচা সাপ খেয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন আরেক ওঝা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খৈয়া গোখরা ছোবলে এক অভিজ্ঞ সাপুড়ে মারা গেছেন। আর এই ঘটনার পর সেই সাপটিকেই কাঁচা চিবিয়ে খাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ। স্থানীয়রা একে কুসংস্কার ও ঝুঁকিপূর্ণ লোকজ বিশ্বাসের ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বুধবার (৩০ জুলাই) সকালে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের সাপুড়ে বয়েজ উদ্দিন পার্শ্ববর্তী কালিগঞ্জ ইউনিয়নের ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। একটি পাকাঘরের ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি বড় কিং কোবরা এবং তার ১৫-১৬টি ছানা। গর্ত খুঁড়ে ছানাগুলোর পর মূল সাপটিকে ধরার চেষ্টা করেন বয়েজ উদ্দিন। কিন্তু বস্তায় ঢোকানোর আগেই সাপটি তাকে ছোবল দেয়। খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করে। এ সময় স্থানীয়ভাবে ‘সাপ খাওয়া মোজাহার’ নামে পরিচিত এক ওঝা,যিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দা,তিনি উপস্থিত হয়ে মৃতের স্বজনদের কাছ থেকে বিষধর সাপটিকে বুঝে নেন। পরে গাবতলা বাজারে শত শত মানুষের সামনে সেটিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেন। মোজাহার দাবি করেন, “সাপ খাওয়া আমার দীর্ঘদিনের অভ্যাস। আমি বিশ্বাস করি, বিষাক্ত সাপের রক্ত-মাংসে অলৌকিক শক্তি থাকে।”তিনি আরও জানান,সাপের বাচ্চাগুলোর প্রাণ তিনি রাখবেন।
মৃত বয়েজ উদ্দিনের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও তান্ত্রিক ঝাড়ফুঁকের আয়োজন চলে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ ফিল্ড স্কুল প্রোগ্রামের প্রশিক্ষন পেয়ে খুশি নড়াইলের কৃষক কৃষাণীরা
Leave a Reply