হিলি প্রতিনিধিঃ ভারত বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারি হাইকমিশনার প্রতিনিধি (হাকিমপুর) দিনাজপুর রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্ত হতে পারে দুদেশের ব্যবসা বানিজ্যের মাধ্যমে।
বুধবার বিকেল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূণ্য রেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন,ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যাবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে এই সম্পর্কবে আরও এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের হিলি এক্সপোর্টস আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল এর নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এর সভাপতিত্বে ১৫ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। এসময় বক্তারা ভারত অংশে রাস্তা স¤প্রসারণ,কোয়ারেন্টাইন অফিস স্থাপন, দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানির সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন ও এসব সমস্যা দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। এসময় সভায় উভয় দেশের আমদানি রফতানি কারক,সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা, কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী ও কাস্টমস কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন। এর পরে তিনি রাজশাহীর উদ্দেশ্যে হিলি এলাকা ত্যাগ করেন। এর আগে দুদেশের ব্যবসায়ীদের পক্ষে ভারতীয় সহকারি হাইকমিশনারকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। সেই সাথে দুদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল একে অপরকে ফুল দিয়ে বরন করে নেন।
আরও পড়ুন নালিতাবাড়ীতে Save Nalitabari & People এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.