নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বটতলার উত্তর পাশে অবস্থিত ডিসি সড়ক হইতে সাংবাদিক তারিকুল ইসলাম তারার বাড়ি সংলগ্ন পর্যন্ত আর সিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রাজিবপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন ফান্ডের বরাদ্দকৃত ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে ছিলো, যা এলাকাবাসীর জন্য ছিল এক দুর্বিষহ যন্ত্রণার নাম।
৩০ জুলাই বুধবার সকাল ১০টায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শেজাক সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক তারিকুল ইসলাম তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউপি সদস্য শাহ আলম বলেন,
“এই সড়কের কাজটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, তা আমরা নিশ্চিত করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।”
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য আব্দুল হাই বলেন,
“উন্নয়ন ফান্ড থেকে বরাদ্দ পাওয়া অর্থের মাধ্যমে আজকের এই আর সিসি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। পূর্ব পাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছে। বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা নির্মিত হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি সাধিত হবে।”
উল্লেখ্য, বটতলা এলাকার উত্তর পাশ দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে চরাঞ্চলের বহু মানুষ চলাচল করে। রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে কাঁদায় একেবারে নাজেহাল অবস্থা হতো, এমনকি অনেক সময় রিকশা ও ভ্যান চলাচল বন্ধ হয়ে যেত। এ রাস্তাটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একইসাথে কাজটি যেন মানসম্মতভাবে ও দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি কামনা করেছেন।
Leave a Reply