নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে বিএনপি'র দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আটক করেছে থানা পুলিশ। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কোনো পদ-পদবীতে দায়িত্বে না থাকলেও সনাতন ধর্মাবলম্বী হওয়া এবং বিভিন্ন সরকারি (ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যা ছিল তার দায়িত্বেরই অংশ। অথচ এই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণকেই “আওয়ামী লীগপন্থী” হিসেবে চিহ্নিত করে তাকে বিএনপি'র দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় স্কুলচলাকালীন সময়ে পুলিশ তাকে আটক করেন।
জানা গেছে, আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় একজন সনাতন ধর্মাবলম্বী এবং দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা ও সামাজিক দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে তিনি উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার দুপুরে আটকের পর আদালতে পাঠানোর সময় থানায় শিক্ষক সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তারা বলেন, “খগেশ্বর স্যার শুধু ভালো শিক্ষকই নন,তিনি একজন আদর্শ মানুষ। তার মতো নির্লিপ্ত, পরিশ্রমী ও সৎ মানুষকে এভাবে অপমান করা পুরো সমাজের জন্য লজ্জার ঘটনা বলে জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ কালীগঞ্জে মানববন্ধনে শিশুদের হৃদয়স্পর্শী দাবী: “আমরা পরীক্ষা দিতে চাই
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.