রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে হারানো ও চুরি যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।
মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনগুলো তাদের স্ব স্ব মালিকদের হাতে তুলে দেওয়া হয়।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এই কার্যক্রম তারই একটি অংশ। ওসি খন্দকার শাকের আহাম্মেদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রচেষ্টায় হারানো ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটি আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা
আরও পড়ুনঃ বাঁশখালী পঃ বড়ঘোনা রহমানিয়া দাঃ মাদ্রাসা এডহক কমিটির সভাপতি হলেন সরওয়ার করিম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.