জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজার উখিয়া টেকনাফ পুলিশ বিজিবি
পৃথক অভিযানে সুত্র জানায়,২৮ জুলাই ২০২৫ইং সকালে অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়ায় থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেল, পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর টেকনাফ থানার পুলিশের অভিযানে
আসামী ১। আব্দুল জলিল (৩৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-রোজার ঘোনা, মধ্য হৃীলা, ০১নং ওয়ার্ড, হৃীলা ইউপি,থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর হেফাজত হইতে ১০,০০ (দশ হাজার) পিস ই*য়াবা ট্যাবলেট, (২) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা গাড়ি, যার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৭৩৬৩ এবং ২। সিরাজুল ইসলাম (৩২), পিতা-মৃত সাদু আক্কাস প্রকাশ মৃত আদ আক্কাম প্রঃ সাদ আক্কাস, মাতা-আমিনা খাতুন, সাং-বাগঘোনা বাজার, নোয়াখালী পাড়া,
০৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মিজু মিয়া প্রঃ মিজানুর রহমান (ভাসমান) (৪২), পিতা-মৃত নাদের বক্স, মাতা-আয়শা বেগম, সাং-চর দূর্গাপুর, থানা-হিজলা, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-গ্রীণ সিটি, সানারপাড়, থানা-ঢেমড়া, ঢাকা এর হেফাজত হইতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (২) মাদক বিক্রির ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা সহ সর্বমোট ১২,০০০(বারো হাজার) পিস ই*য়াবা ট্যা*বলেট উদ্ধার পূর্বক আ*সামীদেরকে গ্রে*ফতার করা হয়। এই ঘটনায় ধৃত আ*সামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ০২টি পৃথক মা*মলা রুজু করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন
এরপর, কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি)র আওতাধীন গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগম (৩৫) এর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।
মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরণের সফলতা তারই অংশ বলে জানান ওই কর্মকর্তা।
Leave a Reply