নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের একদম প্রান্তিক অঞ্চল ব্রহ্মপুত্রের পূর্বপাড়। এই জনপদ ঘিরে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, অবহেলা এবং প্রশাসনিক অনুপস্থিতির অভিযোগ নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার আরও জোরালোভাবে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ দাবি—ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে নতুন জেলা গঠন।
রৌমারী ও রাজিবপুর উপজেলার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিক, পেশাজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ এই দাবিতে একত্রিত হয়েছেন। তাদের ভাষ্য—একটি স্বাধীন দেশের গৌরবময় ভূমি হয়েও রৌমারী-রাজিবপুরের মানুষ এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দুর্গমতার কারণে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রশাসনিক সেবা, এমনকি যোগাযোগ ব্যবস্থাও এখনো অপ্রতুল।
প্রস্তাবনায় উঠে এসেছে যা:
সম্প্রতি “ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে জেলা চাই” শীর্ষক ব্যানারে একটি প্রচারপত্র প্রকাশ করেছেন চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ মন্ডল।
তিনি বলেন—
“মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ভূমি রৌমারী-রাজিবপুর আজও উন্নয়ন বঞ্চিত। ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন, দরিদ্রপীড়িত এই জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও প্রশাসনিক সেবার সঠিক প্রাপ্তির জন্য ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে নতুন জেলা গঠন এখন সময়ের দাবি।”
প্রস্তাবিত জেলার কাঠামো ও সীমানা:
নতুন জেলা গঠনের জন্য প্রস্তাবিত উপজেলাগুলোর সংখ্যা: ৬টি
প্রস্তাবিত ইউনিয়নের সংখ্যা: ১৮টি
উত্তরে সম্ভাব্য নতুন উপজেলা: সাহেবের আলগা, নয়ারহাট, অষ্টিমীরচর, চর শৌলমারী, জাফরগঞ্জ
রৌমারী উপজেলা অন্তর্ভুক্ত হবে: দাঁতভাঙ্গা, শৌলমারী, বন্দবেড়, যাদুরচর
চর রাজিবপুর উপজেলা অন্তর্ভুক্ত থাকবে: মোহনগঞ্জ, কোদালকাটি, রাজিবপুর, সায়েদাবাদ
দক্ষিণের নতুন উপজেলা হিসেবে প্রস্তাব: ডাংধরা, চর আমখাওয়া, পার রামরামপুর, মোল্লারচর, এরেন্ডাবাড়ি, তারাটিয়া, সানন্দবাড়ি
নতুন জেলার সম্ভাব্য সুফলসমূহ: প্রশাসনিক সেবার নাগাল জনগণের দোরগোড়ায় পৌঁছাবে
উন্নত হবে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনা ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন জনপদের দুর্ভোগ লাঘব হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে দ্রুতগতিতে।
অধ্যক্ষ মাহাবুবুর রশিদ মন্ডল আরও বলেন—
“স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। মানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস।”
যোগাযোগ ও সমন্বয়: মোবাইল: ০১৩৪৮-৮২২২৮৫ / ০১৮১৯-৫৮৭৫৮০
জনমত ও প্রতিক্রিয়া: এই দাবি ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও মতবিনিময় চলছে। কেউ বলছেন এটি সময়োপযোগী সিদ্ধান্ত, কেউ বলছেন এর বাস্তবায়নে প্রয়োজন প্রশাসনের রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ। তবে অধিকাংশেরই একমত—ব্রহ্মপুত্রের পূর্বপাড়ের অবহেলিত জনপদের ভাগ্য বদলাতে নতুন জেলা গঠন এখন অত্যন্ত জরুরি।
উল্লেখ্য: রৌমারী ও রাজিবপুর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ এই অঞ্চলটি এখনও জেলা সদর থেকে বিচ্ছিন্ন, উন্নয়নবঞ্চিত এবং দারিদ্র্যের করালগ্রাসে জর্জরিত। তাই প্রশাসনিকভাবে পৃথক জেলা গঠন করলে এই অঞ্চল নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এখন প্রয়োজন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও সাহসী উদ্যোগ।
আরও পড়ুন ৫আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে এনসিপির সমাবেশ, শহীদ মিনারে অবস্থানের হুমকি
Leave a Reply