মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের অংশগ্রহনে “কৃষি সমৃদ্ধি” -প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ রায়,
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন এবং নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন পিএফএস কৃষক আমেনা বেগম।
অনুষ্ঠিত কংগ্রেসে কৃষি ক্ষেত্রে অত্র উপজেলায় উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সম্বলিত ভিডিও চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.