মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশ-ইন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি।
আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি,সীমান্তে কোন হত্যাকান্ড আমরা মেনে নেব না,সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এও বলেছি,পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব।
বিচার,সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন,জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ ছাড়াও বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় তিনি আরও বলেন,জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি।
আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম,ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।
আরও পড়ুন রৌমারীতে পচাঁ মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, হুশিয়ার করলেন ইউএনও
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.