নিজস্ব প্রতিবেদকঃ সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়িসহ একটি নোহা গাড়ী আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার-২৪ জুলাই-২০২৫ সকাল ০৬.৪৫ ঘটিকার সময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় ৪নংগলির শাহেদ এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ০১টি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ীকে সিগন্যাল দিলে গাড়ীটি সামনে এগিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। আটককৃত মালামাল ০১টি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ী যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১,ইঞ্জিন নং-7K-0626599, চেসিস নং- KR42-5023752, গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে বিভিন্ন রংয়ের ভারতীয় বেনারশী শাড়ী ৬০ (ষাট) পিস, কাঞ্জিভরম শাড়ি ৬৯ (ঊনসত্তর) পিস,কাতান শাড়ী ০৪ (চার) পিস মোট ১৩৩ পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক মূল্য ৩,৬২,৮০০/-(তিন লক্ষ বাষট্টি হাজার আটশত) টাকা।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩১,তারিখ-
২৪/০৭/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(B)/25D। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুনঃ নিখোঁজ সংবাদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.