মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসকের নির্দেশে ২৪ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চালের অতিরিক্ত মূল্য নির্ধারণ ও বিক্রির অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অভিযান পরিচালনা করেন জনাব মোঃ মোকশেদ উল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাকে সহায়তা করেন জেলা টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স সোহেল ট্রেডার্স: ২৫,০০০ টাকা, মেসার্স হায়দার এন্টারপ্রাইজ: ১০,০০০ টাকা, মেসার্স নিউ মোস্তাকিম আলী: ১০,০০০ টাকা, মেসার্স এ আর খান ব্রাদার্স: ১০,০০০ টাকা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ মোঃ মহসিন, সদর মডেল থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।
টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন জানান,
"জেলা প্রশাসক মোঃ ইসরাঈল হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক সাফ জানিয়ে দিয়েছেন, কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াতে না পারে – সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।"
তিনি আরও বলেন জেলা প্রশাসক জানিয়েছেন ,
দেশে কোনো খাদ্য সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সাধারণ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে, এবং ভোক্তাদের অধিকার রক্ষায় সতর্ক ও সচেতন থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন টুঙ্গিপাড়ায় অভিনব কায়দায় ডাকাতি: এক ঘরে আগুন, অন্য ঘরে লুটপাট
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.