অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার,২৪ জুলাই ২০২৫। রাত ৯:৩০মি:ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পুলিশের গ্রেপ্তার,রিমান্ড এবং মামলার প্রক্রিয়ায় আসছে যুগান্তকারী পরিবর্তন।
মিথ্যা মামলা করলে বাধ্যতামূলক সাজা: মামলা প্রমাণিতভাবে মিথ্যা হলে মামলা দায়ী ব্যক্তিকে বাধ্যতামূলক শাস্তি ভোগ করতে হবে।
সর্বোচ্চ ১লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হবে।
🗣️আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে আইন সংশোধনের মূল পয়েন্টগুলো তুলে ধরেছেন।
⚖️সংশোধিত আইনের প্রধান দিকসমূহ:📌১.গ্রেপ্তারে জবাবদিহিতা বাড়ছে পুলিশকে নিজের পরিচয় জানিয়ে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের সময়"মেমোরেন্ডাম অব অ্যারেস্ট"পূরণ বাধ্যতামূলক।
গ্রেপ্তারকৃতের সব আইনি অধিকার নিশ্চিত করতে হবে।📌২.৫৪ ধারায় বড় পরিবর্তন পুলিশ কেবলমাত্র কগনিজেবল অপরাধ নিজ চোখে দেখলে বা যৌক্তিকভাবে সন্তুষ্ট হলে গ্রেপ্তার করতে পারবে। সন্তুষ্টির কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে।📌৩.পরিবারের জানানো ও আইনজীবীর দেখা করার অধিকার
গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে অবহিত করতে হবে। আসামিকে তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। 📌৪.রিমান্ডের সীমা নির্ধারণ এক মামলায় সর্বোচ্চ ১৫ দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না।
রিমান্ড চলাকালে আসামি অসুস্থ হলে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।📌৫.পুলিশি নির্যাতনে দায় নির্ধারণ পুলিশের নির্যাতনে শরীরিক ক্ষতি হলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।📌৬.গ্রেপ্তারের তথ্য প্রকাশ ও জিডি যেকোনো সংস্থা গ্রেপ্তার করলে তা সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করতে হবে। প্রতিদিন থানাগুলোতে ও জেলা/মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে গ্রেপ্তারের তালিকা প্রকাশ করতে হবে।
📌৭.সাক্ষী ও ভিকটিম সুরক্ষা
আদালত প্রয়োজনে সাক্ষী ও ভিকটিমকে খরচ ও নিরাপত্তা দিতে পারবে।
আরও পড়ুনঃ রুহিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.