বানারীপাড়ার বিশারকান্দিতে নারী নিখোঁজ, খোঁজ পেলে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার।
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও বিশারকান্দি চৌমহনা বাজারের ব্যবসায়ী মোঃ শামীমের মা মোছাঃ মিনারা বেগম (৬২) নিখোঁজ হয়েছে।
২৪ জুলাই ২০২৫ ইং, বৃহস্পতিবার সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার আগ মুহুর্তেও তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
তিনি তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন।
সকাল থেকে তার ছেলে শামিম রেজা বারবার ফোন দিলেও কোনো যোগাযোগ করতে না পারায় দুপুরের দিকে খোঁজ নিতে বাড়িতে আসলে দেখা যায় ঘরের দরজা খোজা, মোবাইল ফোন বিছানার উপরে রাখা।
দীর্ঘ সময় ধরে খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
মিনারা বেগমের গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি, বয়স আনুমানিক ৬২ বছর।
নিখোঁজ মিনারা বেগমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার প্রস্তুতি চলছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
ফোন নম্বর ০১৮৭৮৯৩৪৩৭২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.