নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ জুলাই পুনর্জাগরণে বৈষম্যহীন সমাজ গঠন’প্রতিপাদ্যে চিরিরবন্দরে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ জুলাই উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই এই শপথের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে একসঙ্গে দাঁড়িয়ে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন।
এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply