মোঃ জাহেরুল ইসলাম। আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আটোয়ারী এবং জেলা শিক্ষা অফিস, পঞ্চগড়ের আয়োজনে শনিবার ( ২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউট, এসএডিপিপিবিজিএসআই বৃত্তি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ৩৬জন শিক্ষাথর্ীর মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অ. দা.)খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিয়র রহমান,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.