স্টাফ রিপোর্টারঃ হঠাৎ করে ক্যামেরাম্যান গাড়ী থামালো। রাস্তার পাশে তাকাতেই দেখলাম তাকড়া জোয়ান এক যুবক সুপারী গাছের সাথে তালা বদ্ধ বসে আছে।
কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করতেই সে বলল লিটন। বাবার নাম বলতে পারেনা। প্রতিবেশি এক মহিলার সাথে কথা বলে জানতে পারলাম লিটন সানন্দবাড়ী বাজারে চাউলের দোকান করতো তার বাবার নাম সিরাজুল ইসলাম ।
সানন্দবাড়ী বাজারের চাউল সেডে বাস করতো এক নোয়াখালীর পাগলী। লিটন পাগলীর সাথে সর্বদা খারাপ আচরণ করতো,খ্যাপাতো, বকাবাজি করতো। এদিকে হঠাৎ অন্য আরেক পাগল আমদানী হয় বাজারে। লিটনের বাবা সিরাজুল ইসলাম পাগলদের ভালবাসতো, পাগলকে খাবার দিতো নিয়মিত ।
চলাফেরার তারতম্যের কারনে পাগলকে গালাগাল করে লিটনের বাবা। পরের দিন হতে আর ঐ পাগলকে আর খুজে পাওয়া যায়নি।
সিরাজুল ইসলাম নিজেই কেমন যেনো পাগল হয়ে পাগলামী শুরু করে। গ্রাম্য কবিরাজের ঝারফুকে সুস্থ্য হলেও বধ্যপাগল হয় ছেলে লিটন। তার পাগলামীর মাত্রা বেড়ে গেলে প্রায় ১৪বছর যাবৎ এভাবেই শিকল ব্ন্ধী করে রাখা হয়।
দির্ঘদিন ব্যবসা না থাকায় মুলধন শে করে ফেলে তার বাবা। টাকার অভাবে কবিরাজী তাবিজ কবজ বা ঝারফুক ছাড়া লিটনের ভাগ্যে জোটেনি কোনো ডাক্তারের পরামর্শ বা ঔষধ। দেশের বিত্তবানদের সহযোগীতা পেলে হয়তো লিটন আবার ফিরে পেতে পারে তার পুর্বের সুস্থ জীবন।
তথ্যচিত্রঃ-সানন্দ নিউজ ২৪.কম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.