
নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবীব
নোয়াখালী সুবর্ণচরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান খোকনের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি মিডিয়ায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তিনি।
২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২ টায় উপজেলার চরবাটা খাসের হাট বাজারের তালতলী মোড়ে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, মাদ্রাসা শিশু ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে । সে ঘটনায় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ শালিস করে। এ ঘটনার কোন কিছুর সাথে আমি জড়িত ছিলাম না। এলাকার লোকজন থেকে শুনেছি গত দুইদিন আগে হেলাল উদ্দিন চাঁদা না দেয়ায় তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে মর্মে তিনি আদালতে মামলা করেন এবং সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে হেলাল আমার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করেননি। বরংচ উক্ত মামলার বাদী হেলাল তার মামলায় আমাকে ৬ নং সাক্ষী করেছেন। কিন্তু দুঃখের বিষয় কিছু মিড়িয়া সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের সময় আমাকে এবং আমার দল বিএনপিকে ঘিরে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতিহিংসা মূলক। আমি এ সংবাদের তিব্রনিন্দা জানাই।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ কোন ভাবেই কাম্য নয়। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সৈকত সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক আব্দুল্যা ফারুক প্রমূখ।
উল্লেখ্য, সুবর্ণচরে এক শিশুর শ্লিতলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলালের বিরুদ্ধে। সে ঘটনায় সামাজিক ভাবে মিমাংশাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেন। এদিকে সম্প্রতি বাংলা ভিশন, নাগরিক টিভি ও দৈনিক নোয়াখালীর কথা পত্রিকায় এ ঘটনার সাথে জড়িত নয় তবুও তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খোকন।
আরও পড়ুনঃ শৈলকুপায় ৪০ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কর ও সনদ বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.