মোঃ লিটন হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ত্রিবেণী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি শাহিন আলম , জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম সজিব, কলেজ শাখার আহবায়ক মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ স্বাধীন ইসলাম প্রমুখ।
এসময় কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অংশ। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।
কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ রবিউল ইসলাম বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই। তাই সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.