এ.এস আব্দুস সামাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ পরিবেশ রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিএম ডিগ্রী কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। আজ (২৩ জুলাই) বুধবার কলেজের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ মিলে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ। তিনি এই বৃক্ষরোপণকে ছাত্রদের মাঝে সচেতনতা বৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সজিবুল ইসলাম সজিব। তিনি বলেন,"আজকের এই বৃক্ষরোপণ শুধুই গাছ লাগানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। ছাত্র সমাজের এই পরিবেশ সচেতনতা আমাদের আশান্বিত করে। গাছ শুধু অক্সিজেন দেয় না—এটি দেয় জীবনের স্বপ্ন, ছায়া ও স্থায়িত্ব। আমরা চাই, প্রতিটি ছাত্র শুধু ভালো শিক্ষার্থী নয়, হোক একজন সচেতন নাগরিকও।"
এছাড়া কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপনে অংশ নেন। তারা কলেজ চত্বরে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।
বৃক্ষরাপন শেষে কলেজ অধ্যক্ষ, অতিথিবৃন্দ ও ছাত্ররা মিলে একসঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে সফলতা কামনা করেন।
ছাত্র অধিকার পরিষদের এই আয়োজন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। পরিবেশবান্ধব এমন কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলে জানান আয়োজক গোষ্ঠী ।
আরও খবরমহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.