রুহিয়া সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর জেলার রুহিয়া থানায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানা সূত্রে জানা যায় আটককৃতরা হলেন শ্রী কামিনী মোহন রায় (৫০), পিতা-মৃত প্রসন্ন কুমার রায়, মন্ডলাদাম গ্রামের বাসিন্দা। তিনি রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মোঃ রিয়াদ আহম্মেদ রিপন (২২), পিতা-মোঃ দাইমুল ইসলাম, গ্রাম-ঘনিমহেষপুর।
তিনি রংপুর মহানগর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অখিল চন্দ্র রায় (৬০), পিতা-আনন্দ মোহন রায়, উত্তর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢোলারহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং বর্তমান ইউপি চেয়ারম্যান। মোঃ সাহিরুল ইসলাম (৫২), পিতা-ময়নুল হক, ঘনিবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের ইউনিয়ন সভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল কাদের। তবে কোন মামলা দেখিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে তা তিনি স্পষ্ট করেনি।
Leave a Reply