মালিকুজ্জামান কাকাঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার আলিপুর দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন আবাসিক এলাকায় অবৈধ ভাবে স্থাপিত কয়লা, জিপাসাম ও বালুর ড্যাম্প সরানোর দাবিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তাদের অবিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে যশোর খুলনা মহাসড়কের আলীপুরে ২৩ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতী ইকরামুল ইসলাম, হেফাজতে ইসলাম নওয়াপাড়া পৌর শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম নওয়াপাড়া পৌর ১ নং ওয়ার্ডের সা. সম্পাদক মুফতি আব্দুল মুমিন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শাহীন, মেহেরুন বেগম, জুই বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার প্রধান সড়ক ও আমাদের যাতায়াতের সব সড়কের পাশে, এমনকি আমাদের বাড়ির আশেপাশের প্রায় সব যায়গাতে পরিবেশের নিয়ম নিতীর তোয়াক্কা না করেই স্থানীয় প্রভাব শালীরা কয়লা, জিপশাম ও বালুর ড্যাম্প তৈরি করেছে।
এর ফলে আমরা ঘরের দরজা জানালা বন্ধ রেখেও এ সবের ধুলা ময়লা থেকে বাচতে পারছিনা। দুষিত ধুলা বালির জন্য এলাকার প্রায় সবাই শ্বাসকষ্টে আক্রান্ত। বর্তমানে আমরা ভাতের সাথে কয়লা ও জিপশামের ময়লা খাচ্ছি।
মাদ্রাসার শিক্ষার্থী, তাদের অবিভাবক, শিক্ষক ও এলাকাবাসীদের দাবি যেন মাদ্রাসা ও আবাসিক এলাকা থেকে এ সব দুষিত ড্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এজন্য তারা পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।
আরও খবরঃ বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.