মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার উত্তরা এলাকায় স্কুলের নিকট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)।
সংগঠনের উদ্যোগে নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ২২ জুলাই ২০২৫, সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দরটিলা অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসি’র সম্মানিত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন: মোসলেহ উদ্দিন বাহার, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের মানব সময়,,মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক ঘোষণা,,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবু হানিফ মুজাহিদ মোঃ মনির তালুকদার, মোঃ নাছির মোল্লা, মোঃ ওমর ফারুক মোঃ বেলাল হোসেন, মোঃ নূরনবী, মোহাম্মদ রুবেল,মোঃ ফারুক আহমেদ ঢালী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রিপন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন:সম্মানিত আলেম মাওলানা মুহাম্মদ আবু হানিফ। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মুনাজাত পরিচালনা করেন।
এ সময় বক্তারা বলেন,“জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের নিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। বিজেসি পরিবার এই ঘটনায় শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।
Leave a Reply